চরভদ্রাসনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - T-Television Bangladesh

Breaking news

T-Television Bangladesh

POPULAR TV CHANNEL IN THIS WORLD

Sunday, August 15, 2021

চরভদ্রাসনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত



নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি:


ফরিদপুরের চরভদ্রাসনে রোববার যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।দিনের শুরুতেই সরকারি বেসরকারি ও স্বায়তশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত্ব রেখে সকলে মিলে কালো ব্যাচ ধারন করেন।


সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একর পর এক পুস্প স্তবক অর্পন করা হয়।শুরুতেই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পুস্পস্তবক অর্পন করেন। পরে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, আনসার ও ভিডিপি কার্যালয়, পল্লি সঞ্চয় ব্যাংক, চরভদ্রাসন সরকারি কলেজ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলী দেন।


এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় আ’লীগের উদ্যোগে পৃথক দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমূখ।


অপরদিকে উপজেলা আ’লীগ কার্যালয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান মুরাদ, ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ হৃদয় হাসান ও মহিলালীগ নেত্রী রওশনআরা পারভীন প্রমূখ। 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here