মশা উৎপাদনের কারখানা ‘বংশ খাল’ - T-Television Bangladesh

Breaking news

T-Television Bangladesh

POPULAR TV CHANNEL IN THIS WORLD

Saturday, September 7, 2019

মশা উৎপাদনের কারখানা ‘বংশ খাল’

DESK/NATIONAL:
জামালপুর শহরের একমাত্র ‘বংশ খালটি’ ভরাট হয়ে মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এতে ডেঙ্গু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

 বর্ষা মৌসুমের জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনা নিষ্কাশনের একমাত্র ভরসা বংশ খাল। ৯শ' ৫০ মিটারের এই খালের সঙ্গে শহরের সকল ড্রেনের সংযোগ রয়েছে। আর এই ড্রেনের পানি প্রবাহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে।

তবে অবহেলা আর অযতেœ বংশ খালটি এখন ময়লার স্তূপে ঢাকা পড়েছে। মশা উৎপাদনের প্রধান উৎসে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

খালটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অবশ্য খালটি শিগগিরই পুনঃখননের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here