দেশে নতুন করে ৩৫ জন আক্রান্ত : আইইডিসিআর - T-Television Bangladesh

Breaking news

T-Television Bangladesh

POPULAR TV CHANNEL IN THIS WORLD

Monday, April 6, 2020

দেশে নতুন করে ৩৫ জন আক্রান্ত : আইইডিসিআর

টিটিভি/দেশ/জাতীয়:

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে করোনা আক্রান্ত সন্দেহভাজন ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। নতুন যাদের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে তাদের ১২ জনই নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়। আর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১২ জনে। করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়নি।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

যদিও এরআগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিন্ন তথ্য। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ৪ জন মারা গেছেন বলেও জানিয়েছিলেন তিনি। অবশ্য স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, নামের বিভ্রাটের কারনে স্বাস্থ্যমন্ত্রী তখন মৃতের সংখ্যা ৪ জন জানিয়েছিলেন। তাছাড়া আক্রান্তের সংখ্যাও তখন পর্য়ন্ত ২৯ জনই ছিল। তথ্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

আইইডিসিআরের পরিচালক জানান, বয়সভিত্তিক হিসেবে নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এরপর ২১ থেকে ৩০বছর বয়সী ৬ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেশে শনাক্তকৃত মোট ১২৩ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৬৪ জন রাজধানী ঢাকার।

স্বাস্থ্য মহাপরিচালক অ্ধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত দেশে ৬৬ হাজার ৫১১ জনকে হোম কোয়ারেন্টাইন ও ২৯৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইসহ সর্বমোট ৬৬ হাজার ৮১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনকে হোম কোয়ারেন্টাইন ও ৩০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানসহ মোট ৭৩৯ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৪৪৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে ১০৭ জন আইসোলেশনে রয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। এরমধ্যে ৫ এপ্রিল একবারে ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন অর্থাৎ আজ আবার নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছে বলে জানানো হলো।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের খবর। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ত বজায় রাখা। সে বিষয়টি মাথায় রেখে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ মুসল্লিদের ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা ভাইরাস ঠেকাতে মুসলিস সংখ্যাগরিষ্ঠ বহু দেশই এর আগে এ পদক্ষেপ নিয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ৪৪৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮৮৭। এরপর ১২ হাজার ৬৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

১২,৮৪,৭৫৪ 
আক্রান্ত

৭০,৩২০ 
মৃত

২,৭১,৭৩১ 
সুস্থ

#দেশআক্রান্তমৃতসুস্থ
বাংলাদেশ১২৩১২৩৩
মার্কিন যুক্তরাষ্ট্র৩,৩৬,৮৫১৯,৬২০১৭,৯৭৭
স্পেন১,৩৫,০৩২১৩,০৫৫৪০,৪৩৭
ইতালি১,২৮,৯৪৮১৫,৮৮৭২১,৮১৫
জার্মানি১,০০,১৩২১,৫৮৪২৮,৭০০
ফ্রান্স৯২,৮৩৯৮,০৭৮১৬,১৮৩
চীন৮১,৭০৮৩,৩৩১৭৭,০৭৮
ইরান৬০,৫০০৩,৭৩৯২৪,২৩৬
যুক্তরাজ্য৪৭,৮০৬৪,৯৩৪১৩৫
১০তুরস্ক২৭,০৬৯৫৭৪১,০৪২
১১সুইজারল্যান্ড২১,২৮২৭৩৪৭,২৯৮
১২বেলজিয়াম২০,৮১৪১,৬৩২৩,৯৮৬
১৩নেদারল্যান্ডস১৭,৮৫১১,৭৬৬২৫০
১৪কানাডা১৫,৫১২২৮০২,৯৪২
১৫অস্ট্রিয়া১২,০৮৩২২০৩,৪৬৩
১৬ব্রাজিল১১,২৮১৪৮৭১২৭
১৭পর্তুগাল১১,২৭৮২৯৫৭৫
১৮দক্ষিণ কোরিয়া১০,২৮৪১৮৬৬,৫৯৮
১৯ইসরায়েল৮,৬১১৫১৫৮৫
২০সুইডেন৬,৮৩০৪০১২০৫
২১রাশিয়া৬,৩৪৩৪৭৪০৬
২২অস্ট্রেলিয়া৫,৭৯৫৩৯২,৪৩২
২৩নরওয়ে৫,৭৬০৭৩৩২
২৪আয়ারল্যান্ড৪,৯৯৪১৫৮২৫
২৫ডেনমার্ক৪,৬৪৭১৭৯১,৩২৭
২৬চেক প্রজাতন্ত্র৪,৫৯১৭২৯৬
২৭চিলি৪,৪৭১৩৪৬১৮
২৮ভারত৪,৩১৪১১৮৩২৮
২৯পোল্যান্ড৪,২০১৯৮১৬২
৩০রোমানিয়া৪,০৫৭১৫৭৪০৬
৩১মালয়েশিয়া৩,৭৯৩৬২১,২৪১
৩২ফিলিপাইন৩,৬৬০১৬৩৭৩
৩৩জাপান৩,৬৫৪৮৫৫৭৫
৩৪ইকুয়েডর৩,৬৪৬১৮০১০০
৩৫পাকিস্তান৩,২৭৭৫০২৫৭
৩৬লুক্সেমবার্গ২,৮০৪৩৬৫০০
৩৭ইন্দোনেশিয়া২,৪৯১২০৯১৯২
৩৮সৌদি আরব২,৪৬৩৩৪৪৮৮
৩৯পেরু২,২৮১৮৩৯৮৯
৪০থাইল্যান্ড২,২২০২৬৭৯৩
৪১ফিনল্যাণ্ড২,১৭৬২৮৩০০
৪২মেক্সিকো২,১৪৩৯৪৬৩৩
৪৩পানামা১,৯৮৮৫৪১৩
৪৪সার্বিয়া১,৯০৮৫১৫৪
৪৫সংযুক্ত আরব আমিরাত১,৭৯৯১০১৪৪
৪৬ডোমিনিকান আইল্যান্ড১,৭৪৫৮২১৭
৪৭গ্রীস১,৭৩৫৭৩৭৮
৪৮দক্ষিণ আফ্রিকা১,৬৫৫১১৯৫
৪৯কাতার১,৬০৪১২৩
৫০আর্জেন্টিনা১,৫৫৪৪৬২৮০
৫১আইসল্যান্ড১,৪৮৬৪২৮
৫২কলম্বিয়া১,৪৮৫৩৫৮৮
৫৩আলজেরিয়া১,৩২০১৫২৯০
৫৪ইউক্রেন১,৩১৯৩৮২৮
৫৫সিঙ্গাপুর১,৩০৯৩২০
৫৬ক্রোয়েশিয়া১,১৮২১৫১২৫
৫৭মিসর১,১৭৩৭৮২৪৭
৫৮মরক্কো১,১১৩৭১৭৬
৫৯এস্তোনিয়া১,১০৮১৯৬২
৬০নিউজিল্যান্ড১,১০৬১৭৬
৬১স্লোভেনিয়া১,০২১৩০১০২
৬২ইরাক৯৬১৬১২৭৯
৬৩হংকং৯১৫২১৬
৬৪মলদোভা৮৬৪১৭৩৭
৬৫লিথুনিয়া৮৪৩১৪
৬৬আর্মেনিয়া৮৩৩৬২
৬৭হাঙ্গেরি৭৪৪৩৮৬৭
৬৮ডায়মন্ড প্রিন্সেস (প্রমোদ তরী)৭১২১১৬১৯
৬৯বাহরাইন৭০০৪৩১
৭০বেলারুশ৭০০১৩৫৩
৭১বসনিয়া ও হার্জেগোভিনা৬৬৭২৭৪৪
৭২কুয়েত৬৬৫১০৩
৭৩ক্যামেরুন৬৫৮১৭
৭৪কাজাখস্তান৬০৪৪৫
৭৫আজারবাইজান৫৮৪৩২
৭৬তিউনিশিয়া৫৭৪২২
৭৭উত্তর ম্যাসেডোনিয়া৫৫৫১৮২৩
৭৮লাটভিয়া৫৪২
৭৯লেবানন৫৪১১৯৫৫
৮০বুলগেরিয়া৫৪১২১৩৯
৮১স্লোভাকিয়া৫৩৪
৮২এনডোরা৫০১১৮২৬
৮৩কোস্টারিকা৪৫৪১৬
৮৪সাইপ্রাস৪৪৬৩৭
৮৫উরুগুয়ে৪০৬১০৪
৮৬উজবেকিস্তান৩৯০৩০
৮৭আলবেনিয়া৩৭৭২১১১৬
৮৮তাইওয়ান৩৭৩৫৭
৮৯আফগানিস্তান৩৬৭১৭
৯০জর্ডান৩৪৫১১০
৯১বুর্কিনা ফাঁসো৩৪৫১৭৯০
৯২রিইউনিয়ন৩৪৪৪০
৯৩ওমান৩৩১৬১
৯৪কিউবা৩২০১৫
৯৫চ্যানেল আইল্যান্ড৩০৯২৭
৯৬হন্ডুরাস২৯৮২২
৯৭সান ম্যারিনো২৬৬৩২৩৫
৯৮আইভরি কোস্ট২৬১৩৭
৯৯ফিলিস্তিন২৫২২৫
১০০ভিয়েতনাম২৪১৯৫
১০১মালটা২৪১
১০২নাইজেরিয়া২৩২৩৩
১০৩মরিশাস২২৭
১০৪সেনেগাল২২৬৯২
১০৫মন্টিনিগ্রো২২৩
১০৬কিরগিজস্তান২১৬৩৩
১০৭ঘানা২১৪৩১
১০৮জর্জিয়া১৮৮৩৬
১০৯নাইজার১৮৪১০১৩
১১০ফারে আইল্যান্ড১৮৩১০৭
১১১বলিভিয়া১৮৩১১
১১২শ্রীলংকা১৭৬৩৪
১১৩ভেনেজুয়েলা১৫৯৫২
১১৪ড্যানিশ রিফিউজি কাউন্সিল১৫৪১৮
১১৫মার্টিনিক১৪৯৫০
১১৬মায়োত্তে১৪৭১৪
১১৭কেনিয়া১৪২
১১৮আইল অফ ম্যান১৩৮
১১৯ব্রুনাই১৩৫৮২
১২০গুয়াদেলৌপ১৩৫৩১
১২১গিনি১২১
১২২কম্বোডিয়া১১৪৫৩
১২৩প্যারাগুয়ে১১৩১২
১২৪ত্রিনিদাদ ও টোবাগো১০৫
১২৫রুয়ান্ডা১০৪
১২৬জিব্রাল্টার১০৩৫২
১২৭লিচেনস্টেইন৭৭
১২৮মোনাকো৭৩
১২৯মাদাগাস্কার৭২
১৩০গুয়াতেমালা৭০১৫
১৩১এল সালভাদর৬৯
১৩২ফ্রেঞ্চ গায়ানা৬৮২৭
১৩৩আরুবা৬৪
১৩৪জিবুতি৫৯
১৩৫জ্যামাইকা৫৮
১৩৬বার্বাডোস৫৬
১৩৭উগান্ডা৫২
১৩৮টোগো৫২২২
১৩৯মালি৪৭
১৪০কঙ্গো৪৫
১৪১ম্যাকাও৪৪১০
১৪২ইথিওপিয়া৪৪
১৪৩ফ্রেঞ্চ পলিনেশিয়া৪১
১৪৪জাম্বিয়া৩৯
১৪৫কেম্যান আইল্যান্ড৩৯
১৪৬বারমুডা৩৭১৪
১৪৭সিন্ট মার্টেন৩৭
১৪৮সেন্ট মার্টিন৩২
১৪৯বাহামা২৯
১৫০গায়ানা২৯
১৫১ইরিত্রিয়া২৯
১৫২গ্যাবন২৪
১৫৩তানজানিয়া২২
১৫৪বেনিন২২
১৫৫মায়ানমার২১
১৫৬হাইতি২১
১৫৭মালদ্বীপ১৯১৩
১৫৮সিরিয়া১৯
১৫৯নিউ ক্যালেডোনিয়া১৮
১৬০লিবিয়া১৮
১৬১গিনি বিসাউ১৮
১৬২ইকোয়েটরিয়াল গিনি১৬
১৬৩নামিবিয়া১৬
১৬৪অ্যান্টিগুয়া ও বার্বুডা১৫
১৬৫মঙ্গোলিয়া১৫
১৬৬ডোমিনিকা১৪
১৬৭সেন্ট লুসিয়া১৪
১৬৮অ্যাঙ্গোলা১৪
১৬৯ফিজি১৪
১৭০লাইবেরিয়া১৩
১৭১গ্রেনাডা১২
১৭২সুদান১২
১৭৩লাওস১২
১৭৪কিউরাসাও১১
১৭৫গ্রীনল্যাণ্ড১১
১৭৬সুরিনাম১০
১৭৭মোজাম্বিক১০
১৭৮সিসিলি১০
১৭৯সেন্ট কিটস ও নেভিস১০
১৮০জান্ডাম (জাহাজ)
১৮১জিম্বাবুয়ে
১৮২ইসওয়াতিনি
১৮৩চাদ
১৮৪নেপাল
১৮৫সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
১৮৬ভ্যাটিকান সিটি
১৮৭সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন আইল্যান্ড
১৮৮সোমালিয়া
১৮৯কেপ ভার্দে
১৯০মৌরিতানিয়া
১৯১মন্টসেরাট
১৯২সেন্ট বারথেলিমি
১৯৩নিকারাগুয়া
১৯৪বতসোয়ানা
১৯৫সিয়েরা লিওন
১৯৬ভুটান
১৯৭টার্কস্ ও কেইকোস আইল্যান্ড
১৯৮বেলিজ
১৯৯গাম্বিয়া
২০০মালাউই
২০১পশ্চিম সাহারা
২০২এ্যাঙ্গুইলা
২০৩ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
২০৪বুরুন্ডি
২০৫ক্যারিবিয়ান নেদারল্যান্ডস
২০৬ফকল্যান্ড আইল্যান্ড
২০৭পাপুয়া নিউ গিনি
২০৮পূর্ব তিমুর
২০৯দক্ষিণ সুদান
২১০সেন্ট পিয়ের এন্ড মিকেলন

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here