রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা মারা গেছেন - T-Television Bangladesh

Breaking news

T-Television Bangladesh

POPULAR TV CHANNEL IN THIS WORLD

Wednesday, April 1, 2020

রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা মারা গেছেন



রাজবাড়ী ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ঢাকায় পাঠানো ৫৫ বছর বয়সী এক সবজি বিক্রেতা মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজবাড়ী ফেরার সময় ফেরিতে তার মৃত্যু হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ওই ব্যবসায়ী। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি না করেই রাজবাড়ীতে ফেরত পাঠানো হয়। পথেই তিনি মারা যান। তবে কি কারণে মারা গেছেন তা জানা যায়নি।

সিভিল সার্জন আরো জানান, ওই সবজি বিক্রেতা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

রাজবাড়ীর ডিসি দিলসাদ বেগম বলেন, ওই ব্যবসায়ীকে যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে আশা করি মৃত্যুর কারণ জানা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here